তাড়াশ মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীতে নতুন শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত
তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় তাড়াশ মহিলা ডিগ্রী কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ জেনারেল ও ব্যবসায়ী ব্যবস্থাপনা (বিএম) শাখায় নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার অত্র কলেজের আইটি ভবন মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, আধুনিক শিক্ষার রুপকার ও শিক্ষানুরাগী অধ্যক্ষ জাফর ইকবাল, উপাধ্যাক্ষ শাহাদত হোসেন , সহকারী অধ্যাপক ফজলুর রহমান, প্রভাষক মহব্বত উল্লা মুক্তা, ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম বাচ্চু, অভিভাবক আকবার আলী, আলহাজ্ব রহিজ উদ্দিনসহ আরো অনেকে। বক্তরা কলেজের নিয়ম-কানুন, লেখাপড়ার মানোন্নায়ন এবং শিক্ষার্থীদের নিরাপত্তাসহ বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরে বক্তব্য পেশ করেন।