তাড়াশে সরকারি রাস্তা দখল করে সীমানা প্রাচীর ও ঘর নির্মাণের অভিযোগ
লুৎফর রহমান, তাড়াশঃ
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর ও রাস্তার দখল করার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে, উপজেলার পৌর শহরের পশ্চিম ওয়াবদা বাঁধ এলাকার মাদ্রাসা পাড়া।
আর এ ঘটনার প্রতিকার চেয়ে তাড়াশ থানা অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তোভোগী মো. আবুল বাসার।
লিখিত বিষয়টি নিশ্চিত করেছেন, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াশ পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের বরাদ্দ থেকে পশ্চিম ওয়াপদা বাধ মাদ্রাসাপাড়া বিলাল হুজুরের বাড়ি হতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের বাড়ি হয়ে মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বাড়ি পর্যন্ত ইটের সোলিং ২৩১ মিটার রাস্তা নির্মাণ করেন। কিন্তু গত ৩ মে সরকারি রাস্তার ইট উঠিয়ে জবর দখল করে সিমেন্টের পিলার স্থাপন করেছেন ওই পাড়ার প্রভাবশালী মো. মাসুদ করিম, মো. আবু সাইদ ও মো. রফিক ইসলাম। এ সময় স্থানীয়রা বাঁধা দিলে অকথ্য ভাষায় গালিগালজ ও লাঠিশোটা নিয়ে তেড়ে আসেন লোকজনদের উপর। এছাড়াও কেউ কাজের বাঁধা প্রদান করলে প্রাণনাশের হুমকিদেন ওই প্রভাবশালীরা।
অবশ্য, নিজস্ব সম্পত্তির মালিক দাবী করেন প্রভাবশালী মো. মাসুদ করিম। তিনি বলেন, ইট তোলা হয়েছে। কাজ শেষ হলে রাস্তাটি করে দেওয়া হবে।
তবে তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত কুমার বলেন, ঘটনাস্থলে আমি গিয়ে কাজ করতে নিষেধ করেছি। আর পৌরসভার রাস্তার বের করার পর তাদের সীমনা প্রাচীর দিতে বলা হয়েছে।
এ প্রসঙ্গে তাড়াশ পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগের কথা শুনে আপাতত কাজ বন্ধ করতে বলছি। পৌরসভার সার্ভেয়ার উপস্থিত থেকে সীমানা নিধারণ করার পর কাজ করতে বলা হয়েছে।
ᐧ