তাড়াশ

তাড়াশে সরকারি টাকা আত্নসাতের অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

 

লুৎফর রহমান, তাড়াশ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সেলিম রেজার বিরুদ্ধে সরকারী কোষাগারের ৩ লক্ষ টাকা আত্নসাতের অভিযোগ  উঠেছে। তিনি বর্তমানে উপজেলার মাধাইনগড় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা ভূমি অফিসের নাজির মাহমুদ হাসান।

ভুমি অফিস সূত্রে জানা গেছে,সগুনা ইউনিয়নের কুন্দইল ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকা কালীন সময়ে ভূমি কর্মকর্তা সেলিম রেজা প্রজাদের ভূমি কর থেকে আদায় কৃত ৯ লক্ষ টাকা আত্নসাত করেন।
আত্নসাতের বিষয়টি  ২০২২ সালের জুন মাসে সংশ্লিষ্ট বিভাগের তদন্তে ধরা পড়ে। তখন থেকেই ওই ভূমি কর্মকর্তাকে সরকারি কোষাগারের টাকা পরিশোধের তাগাদা দেয়া হলেও তিনি তাতে কর্নপাত করেননি। তবে গতকাল ( ১২এপ্রিল ) বুধবার তিনি ৯ লক্ষ টাকার মধ্যে ৬ লক্ষ টাকা সরকারি কোষাগারের জমা দিয়েছেন বলে জানিয়েছেন তাড়াশ উপজেলা ভূমি অফিসের নাজির মাহমুদ হাসান।

এ প্রসঙ্গে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সেলিম রেজার এই ০১৭২৪৬১৩২৪৪ নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না কেটে দেন। বর্তমানে তিনি কর্মস্থলে অনুপস্থিত ।
এ বিষয়ে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নুরী তাসমিন ঊর্মি এ বিষয়ে সাংবাদিকদের কথা বলতে রাজি নয়।
উল্লেখ্য: ভুমি কর্মকর্তা সেলিম রেজা পূর্বের কর্মস্থল সগুনা ইউনিয়নের কুন্দইল ইউনিয়ন ভূমি থেকে বর্তমানে  মাধাইনগর ইউনিয়ন ভূমি অফিস ওয়াশীন কার্যালয়ে গত বছরের ৩ ডিসেম্বর যোগদান করেন।