তাড়াশ

তাড়াশে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

লুৎফর রহমান, তাড়াশঃ

সিরাজগঞ্জের তাড়াশে মাছ বহনকারী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখী সংঘর্ষে রনজু ফকির (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
নিহত রনজু ফকির বিনসাড়া গ্রামের আরমান ফকিরের ছেলে এবং বিনসাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য ফিরোজুল ইসলাম।

আজ (২০অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় তাড়াশ পৌরসভার পশ্চিম ওয়াবদা বাঁধ এলাকায় ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে ঘটনাটি ঘটেছে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, মাছের ট্রাকটি লোড অবস্থায় উত্তর ওয়াবদা বাঁধ থেকে দ্রুতগতি নিয়ে মোড় ঘুরতেই অটোভ্যানের সামনে সরাসরি সংঘর্ষ লাগে। এসময় ওই অটোভ্যানে বসে থাকা রনজু ফকির ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনা স্থলেই নিহত হন।
সেই সাথে অটোভ্যানের চালক ও অপর যাত্রী গুরুতর আহত হলে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত দুই তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। সেই সংগে মামলার প্রস্তুতি চলছে।