তাড়াশ

তাড়াশে সগুনা ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত

লুৎফর রহমান, তাড়াশ

সিরাজগঞ্জের তাড়াশে সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সবুজপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এফ রহমান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খোন্দকার।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, সহ সভাপতি মোক্তার হোসেন মুক্তা, প্রকাশ কুমার, মনোঞ্জন কর্মকার ,সংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ারা খাতুন মিনি জহির উদ্দিন বিজ্ঞান ও কারিগরি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ সগুনা ইউনিয়নের নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম চৌধুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক আবু হাসিম খোকন আওয়ামী লীগের অন্যতম নেতা তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক জালাল উদ্দিন প্রমুখ।

বর্ধিত সভায় বক্তাগণ 5 জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়লাভ করার জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান।