তাড়াশ

তাড়াশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

লুৎফর রহমান, তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ই ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।

আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা এস,এম, আব্দুর রাজ্জাক,তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম, মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা মনোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় অফিসার সালাম জাকারিয়া, উপজেলা শিক্ষা অফিসার মাধ্যামিক আক্তারুজ্জামান, নির্বাচন অফিসার উজ্জ্বল কুমার রায়, উপজেলা সাংবাদিক রফিকুল ইসলাম, আব্দুল বারিক, লুৎফর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইউসুফ আলী সহ আরো অনেকে।