তাড়াশ

তাড়াশে রাস্তায় বালুর পরিবর্তে ব্যবহার হচ্ছে পুকুরের মাটি

আবির হোসাইন শাহিন ( সিরাজগঞ্জ প্রতিনিধি)

সিরাজগঞ্জের তাড়াশে পাকা রাস্তার কাজে বালির পরিবর্তে ব্যবহার হচ্ছে পুকুরের মাটি। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কাটাগাড়ী বাজার থেকে গোন্তা বাজার পর্যন্ত ২ হাজার ৬ শত ২০মিটার পাকা রাস্তার মাঝে ৬ শত ২০ মিটার রাস্তা মেসার্স মিম কন্সট্রাকশন পাকাকরণের কাজ পায়। কাজের সিডিউল অনুযায়ী ৮মিলি (বিটবালি) বালি ব্যবহার করার কথা থাকলেও সিডিউল না মেনে বালির পরিবর্তে পুকুরের তলার মাটি ব্যবহার করা হচ্ছে। এছাড়াও বালির সাথে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের খোয়া । স্থাণীয় ও এলাকাবাসী আলা উদ্দিন,মহসীন ও ইসমাইল অভিযোগ করে বলেন, নির্মানাধীন রাস্তায় মাটি মিশ্রিত পুকুরের তলার বালি মাটি ও নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। এ গুলো দিয়ে যদি রাস্তার কাজ করা হয় তাহলে রাস্তা টেকসই হবে না। মেসার্স মিম কন্সট্রাকশনের সাইড ম্যানেজার বেলাল হোসেনকে কাজের মান নিয়ে ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে বলেন, রাস্তার সব কাজ ঠিকমতই হচ্ছে । আর কাজ খারাপ হলে আপনাদের সমস্যা কি? এ ব্যাপারে মেসার্স মিম কন্সট্রাকশনের প্রোপাইটর এসএম জাহিদুজ্জামান কাকনের সাথে ফোনে বার বার কল দিলেও তিনি ফোনটি রিসিপ করেন নাই। এ বিষয়ে তাড়াশ উপজেলা এলজিইডি অফিসের দায়িত্বপ্রাপ্ত এসও রাশেদুল হাসান বলেন, রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বালি এবং খোয়া পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা চীপ ইঞ্জিনিয়ার মিজানুর রহমান বলেন,বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আশ্বাস জানান।