তাড়াশ

তাড়াশে যুবলীগ নেতাকে হাত পা ভেঙ্গে দেওয়ার হুমকি দি‌লেন ইউ‌পি চেয়ারম্যান, থানায় অভিযোগ

 

 

তাড়াশ(সিরাজগঞ্জ) সংবাদদাতা :

সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিনকে হাত পা ভেঙ্গে দেওয়ার হত্যার হুমকি দিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক ।
ঘটনাটি ঘটেছে গত ৪ মে উপজেলার তালম ইউনিয়নের রানীর হাট বাজা‌রে ।
এ ঘটনায় আব্দুল ম‌তিন তাড়াশ থানায় এক‌টি লিখিত অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রেন।
থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে,
উপজেলার তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক ওই একই ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিনকে মেরে হাত পা ভেঙ্গে দেওয়ার হুমকি দেন।
ভুক্তভোগী আব্দুল মতিন গত ৪ জুন সকালে রানীর হাট বাজারে দুই ভাই ইঞ্জিনিয়ারিং এন্ড সেনেটারী হাউজে সিংড়ার মেশিনারিজ ও আমিরুল মোটরসের ‌দোকান বা‌কি তোলার জন‌্য চেয়ারম্যান আব্দুল খালেক এর দোকানে সামনে দিয়ে যা‌চ্ছিছলেন। এ সময় চেয়ারম্যান আব্দুল খালেক ম‌তি‌নের গাড়ী থা‌মি‌য়ে তা‌কে অকথ‌্য ভাষায় গা‌লিগালাজ ও প্রাণ না‌শের হুমকী দেন। এ সময় চেয়ারম‌্যান ব‌লেন, তুই দাঁড়া তুই আমার অনেক ক্ষতি করেছিস । ইউপি নির্বাচনের সময় আমার বিপক্ষে তুই সহ দুই বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে আমার অনেক ক্ষতি করেছিস। এখন সময় এসেছে আমি তোকে হাত-পা ভেঙ্গে গুড়িয়ে দেব এবং তোকে হত্যা করব।
এ সময় তা‌দের বাক‌বিতান্ডার চলাকা‌লে পা‌শেপা‌শের লোকজন তা‌দের দুজন‌কেই থা‌মি‌য়ে দেন। ওই দিন বি‌কে‌লে তাড়াশ থানায় আব্দুল ম‌তিন চেয়ারম্যান আব্দুল খালেকের বিরু‌দ্ধে এক‌টি অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রেন।
এ ব‌্যাপা‌রে চেয়ারম্যান আব্দুল খালেক
ব‌লেন, ম‌তিন‌কে কোন গা‌লিগালাজ ও প্রাণ না‌শের হুমকী দেওয়া হয়‌নি। পু‌লিশ বিষয়‌টি নিয়ে তদন্ত ক‌রে কোন সত‌্যতা পায়‌নি।

এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী সভাপতি আব্বাস উজ জামান সাথে কথা হলে তিনি জানান,একজন আওয়ামীলীগের কর্মীর যদি এঅবস্থায় হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা। দলীয় ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

 

এ প্রস‌ঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শহিদুল ইসলাম ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পা‌ঠি‌য়ে তদন্ত করা হ‌য়ে‌ছে।

 

লুৎফর রহমান
তাড়াশ সিরাজগঞ্জ
০৮/০৬/২০২২