তাড়াশে যুবদলের পাল্টাপাল্টি কমিটি গঠনের অভিযোগ উঠেছে
লুৎফর রহমান, তাড়াশঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা যুবদলের পাল্টাপাল্টি কমিটি গঠনের অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাড়াশ উপজেলা যুবদলের বিগ্রেড প্রধান ও সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি হাসনাতে রাব্বি সুমন, সদস্য তৌহিদ আলম, আল আমিন প্রামানিক,সজিব খান, গোলাম কিবরিয়া বরাত স্বাক্ষরে ৮ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আংশিক কমিটি অনুমোদন করে। তাতে ব্যাবহার করা হয়েছে তাড়াশ উপজেলা যুবদলের প্যাড।
ওই কমিটি অবৈধ বলে আরেকটি কমিটি অনুমোদন দিয়েছেন তাড়াশ উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শাহ আলম ও যুগ্ন আহ্বায়ক এস এম তারেক, সোহেল প্রধান,পিএম নজরুল ইসলাম।
পাল্টাপাল্টি কমিটি গঠন বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শাহ আলমের নিকট জানতে চাইলে তিনি জানান, সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি হাসনাতে রাব্বি সুমন স্বেচ্ছাচারিতা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ইউনিয়ন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে যাহা গঠনতন্ত্র বিরোধী । সেই সাথে অতিসত্বর ওই অবৈধ কমিটি বিলুপ্ত ঘোষণা করে তাড়াশ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠনের দাবি জানান।
ইউনিয়ন যুবদলের পাল্টাপাল্টি আহবায়ক কমিটি গঠন করা নিয়ে বর্তমানে তাড়াশ উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও তাড়াশ উপজেলা যুবদলের বিগ্রেড প্রধান মো. হাসনাতে রাব্বি সুমন বলেন, জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের তাড়াশ উপজেলার আটটি ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি গঠনের দায়িত্ব দিয়েছিলেন। আমরা সে মোতাবেক কমিটি করে তা অনুমোদন দিয়েছি।
সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি আব্দুল জব্বার বাবু বলেন মামলার কাজে বাহিরে আছি। পরে এ বিষয়ে কথা বলবো।