তাড়াশ

তাড়াশে মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লুৎফর রহমান, তাড়াশ:

সিরাজগঞ্জ তাড়াশে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় চারনেতা শহীদ এম মনসুর আলীর সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র, সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিম’র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ জুন) সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ত করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ- রায়গঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মোঃ আব্দুল আজিজ।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আব্দুস সামাদ খোন্দকার,সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হোসনে আরা পারভীন লাভলী,উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খাঁন,সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদুৎ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লুৎফুল কবির লিমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হেসেন রুবেল প্রমূখ। পরে প্রয়াত মোহাম্মদ নাসিমের কর্মময় জীবনের উপর আলোচনা সভা তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।