তাড়াশ

তাড়াশে ভাঙ্গা ও নষ্ট ডিম বিক্রির দায়ে মিশামো হ্যাচারীকে জরিমানা

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের টাগড়া কাটাগাড়ী মোড়ে অবস্থিত মিশামো হ্যাচারীতে ভাঙ্গা ও নষ্ট বাতিল ডিম বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেছেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ খালিদ হাসান।
আজ (২৮সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের টাগড়া কাটাগাড়ী মোড়ে অবস্থিত মিশামো হ্যাচারীতে ভাঙ্গা এবং নষ্ট/বাতিল ডিম বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ও ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত না হওয়ার বিষয়ে সাবধান করা হয়েছে।

এ বিষয়ে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ খালিদ হাসান জানান,সাধারণ জনগন স্বাস্থ্য ঝুকির পাশাপাশি অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় মিশামো হ্যাচারীকে ৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য: মিশামো হ্যাচারী ভাঙ্গা,নষ্ট, ও বাতিল ডিম অসাধু কিছু ব্যাবসায়ীদের নিকট প্রতি পিস ৩-৪ টাকা মূল্যে বিক্রি করে। এই ডিম সাধারণ জনগণ বিভিন্ন হোটেলে ২০-২৫ টাকায় কিনে খাচ্ছে। এতে করে জনগন প্রতারিত হচ্ছে।

লুৎফর রহমান
তাড়াশ সিরাজগঞ্জ
তারিখ ২৮.০৯.২৩