তাড়াশ

তাড়াশে বিট পুলিশিং ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

লুৎফর রহমান, তাড়াশ:

সিরাজগঞ্জের তাড়াশে সারা দেশের মত নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিংও ওপেন হাউজ ডে”র এর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (২৯জুন) মঙ্গলবার দুপুরে তাড়াশ থানা হল রুমে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ফজলে আশিক এর সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার উল্লাপাড়া সার্কেল মাহফুজুর রহমান । এ সময় বক্তব্য রাখেন তাড়াশ ওসি তদন্ত হাবিবুল্লাহ, মাধাইনগড় ইউনিয়ন (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান চেয়ারম্যান ছেরাত আলী সরকার এস,আই মাজেদুর রহমান,এস আই আব্দুল মতিন ।

এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ থানা পুলিশের সকল সদস্য ,ইউপি সদস্যগণ, বিট পুলিশ ও কমিউনিটি পুলিশের সকল সদস্য ও পুলিশের গ্রাম পুলিশের সকল সদস্য বৃন্দ। পরে কোভিড দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের উদ্দেগে মাক্স পরার অভ্যাস করুন করোনামুক্ত বাংলা দেশ গরুন এই প্রতিপাদ্য নিয়ে র‌্যালী বের করে।