তাড়াশ

তাড়াশে বাস চাপায় পশু চিকিৎসক নিহত

লুৎফর রহমান, তাড়াশঃ

সিরাজগঞ্জের তাড়াশে -নিমগাছী- তাড়াশ আঞ্চলিক সড়কে বাস চাপায় আলী আজম (৩৭) নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছেন।

সোমবার (২১ মার্চ) দুপুরে তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কের চণ্ডিভোগ এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত পশু চিকিৎসক আলী আজম উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ছোট মাঝদক্ষিনা গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে ।

এ বিষয়ে তাড়াশ উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: মো: শরিফুল ইসলাম জানান, উপজেলা প্রানী সম্পদ অফিসের একটি প্রকল্পে ইউনিয়ন ভ্যাকসিনেটর হিসেবে কর্মরত । ভাটারপাড়া এলাকায় প্রোগ্রাম শেষ করে মটরসাইকেলযোগে ফেরার পথে অনিক পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
তাড়াশ থানার ওসি ফজলে আশিক জানান, খবর পেয়ে ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ সময় চালক পালিয়ে যায়।