তাড়াশ

তাড়াশে বাল্য বিয়ে আয়োজন করার অপরাধে কনের মায়ের ৫ হাজার টাকা জরিমানা ।

তাড়াশ প্রতিনিধি ঃ

সিরাজগঞ্জের তাড়াশে বাল্য বিবাহ আয়োজন করার অপরাধে কন্যার মাকে জরিমানা করা হয়েছে। তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের কানঞ্চেশ্বর গ্রামের জীবন সরকারের মেয়ে মাধাইনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীকে ( ১৪) বিয়ের আয়োজন চলছিলো বৃহস্পতিবার (৭ফেব্রুয়ারি-২০১৯) সন্ধ্যায় এসময় গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানার এস আই মোঃ মানিক সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্হিত হলে সকলে পালিয়ে যায়। বাল্যবিবাহ আয়োজন করার অপরাধে কনের মা শেফালীকে ৫ হাজার টাকা জরিমানা করে আটক করে নিয়ে আসেন ইউএন অফিসে । এ ঘটনাটি বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান।