তাড়াশে বজ্রপাতে গৃহিণীর মৃত্যু
তাড়াশ রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে এক গৃহিণীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার তালম ইউনিয়নের হাড়িসোনা গ্রামে এই ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত হয়েছেন উপজেলার তালম ইউনিয়নের হাড়িসোনা গ্রামের খাজেম আলীর স্ত্রী জামিলা খাতুন (৫৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন তালম ইউনিয়ন পরিষদের ৩ ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক।
প্রত্যক্ষদর্শী নাসির উদ্দিন জানান, শনিবার দুপুরের দিকে আকাশ হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যায়। একই সঙ্গে বৃষ্টি শুরু হলে জামিলা খাতুন পার্শ্ববর্তী বাড়ি থেকে ওষুধ নিয়ে ফিরে আসার সময় বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বজ্রপাতের হতাহতের সংবাদ পেয়ে পরিবারের লোকজন জামিলার লাশ বাড়িতে নিয়ে আসে।