তাড়াশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন পালিত
লুৎফর রহমান, তাড়াশঃ
সিরাজগঞ্জের তাডাশে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৮সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্ম দিন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম চৌধুরী ।
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, ইউনুস আলী তাড়াশী যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর আলম লাবু রজত ঘোষ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহির রায়হান, সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দিন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা করিম বক্স,যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ার খাতুন মিনি, যুবমহিলার লীগের সভাপতি সাংবাদিক শায়লা পারভীন, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কেটে জন্মদিন পালন করা হয়।