তাড়াশ

তাড়াশে পূর্ব বাংলা সর্বহারা দলের সদস্য আটক

লুৎফর রহমান, তাড়াশঃ

সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব বাংলা সর্বহারা দলের সক্রিয় এক সদস্যকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ। শনিবার (১২ জুন) দুপুরে উপজেলার তালম ইউনিয়নের গুল্টা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

আটককৃত আরিফুল ইসলাম (৩৫) পূর্ব বাংলা সর্বহারা দলের সক্রিয়। সে গুল্টা গ্রামের আজম আলীর ছেলে। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফজলে আশিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ গিয়ে সর্বহারা দলের সদস্য আরিফুলকে আটক করা হয়েছে । আগামীকাল আদালতের মাধ্যামে জেল হাজতে পেরণ করা হবে।