তাড়াশ

তাড়াশে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

লুৎফর রহমান, তাড়াশঃ

 

সিরাজগঞ্জের তাড়াশে পানিতে ডুবে সুমাইয়া খাতুন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাড়াশ পৌর এলাকার দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।।

শিশু সুমাইয়া দক্ষিণ পাড়ার জালাল উদ্দিনের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহেদ খান জয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়,ইফতারের পূর্বে শিশু সুমাইয়া খাতুন সকলের অগোচরে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করার পরে পুকুরে শিশুর মরদেহটি ভেসে উঠে।
মরদেহটি পানিতে ভেসে উঠলে প্রতিবেশীরা দেখতে পেয়ে পানি থেকে উদ্ধার করে তাকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ওমর ফারুক তাকে মৃত ঘোষণা করেন।