তাড়াশ

তাড়াশে নৌকায় অসামাজিক কাজের অভিযোগে ১৪জন আটক

লুৎফর রহমান তাড়াশ প্রতিনিধি:

চলনবিলে নৌকা ভ্রমণের নামে অসামাজিক কার্যকলাপের অভিযোগ যুবক যুবতীসহ ১৪ জন আটক করেছে তাড়াশ থানা পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে চলনবিলের তাড়াশের অংশে নাটোর জেলা গুরুদাসপুর উপজেলার কিছু যুবক নাটোর থেকে ৪জন যুবতীকে ভারা করে এনে নৌকার অসামাজিক কার্যকলাপ ও মদ্যপ অবস্থায় নাচানাচি করছিল এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ উপজেলার ধামাইচ এলাকা থেকে তাদের আটক করা হয় ।

আটককৃতরা যুবকেরা হলেন নাটোর জেলার গুড়দাসপুর উপজেলা কাছিকাটা গ্রামের মোঃ রাশিদুল ইসলাম (৩০), চাচকৈর গ্রামের মোঃ ছাবলু মোল্লা (৪২),বামনকোলা গ্রামের মোঃ সেলিম প্রামানিক (৩৩), মশিন্দা কান্দিপাড়া, মোঃ আজাদুল ইসলাম (৩৩), মশিন্দা চড়পাড়া গ্রামের মোঃ জামাল হোসেন (৩৯),ও মোঃ বাবু প্রামানিক ( মশিন্দা কান্দিপাড়া মোঃ ছাবলু হাসান (৩১) মোঃ আলমগীর হোসেন (২৮), মোঃ বাচ্চু মোল্লা, মশিন্দা মাঝপাড়ার মোঃ আশরাফুল ইসলাম (৩৮)

এ সময় নৌকায় নাচানাচি ও অসামাজিক কার্যকলাপ অভিযোগ তার নারীকে আটক করা হয় আটককৃতরা হলেন,রাজশাহী জেলার পুঠিয়া থানার তারাপুর গ্রামে মোছাঃ নুপুর আক্তার (২২), টাঙ্গাইল জেলার মধুপুর থানার মোছাঃ মারিয়া খাতুন (১৯),কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার ঝিনাই গ্রামের আসাদ আলীর দুই কন্যা মোছাঃ আসমা খাতুন (২৫) মোছাঃ আয়শা আক্তার (১৯)।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, আটককৃতের আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।