তাড়াশ

তাড়াশে নির্বাচনকে ঘিরে আঃলীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থী সর্মথক সংঘর্ষ কমপক্ষে ৫ জন আহত ।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে ৫জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার দুপুরে তাড়াশ পৌর সদরের বারোয়ারি বটতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মনিরুজ্জামান মনি উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থী হয়েছেন। রবিবার রাতে বর্ধিত সভা করে তাকে বহিস্কার করে উপজেলা আওয়ামীলীগ। এনিয়ে আজ সকাল থেকে তাড়াশ সদরে উত্তেজনা বিরাজ করছিলো। দুপুরে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান তার কর্মী-সমর্থকদের নিয়ে বারোয়ারি বটতলায় তার নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন। এসময় আওয়ামীলীগ প্রার্থী সঞ্জিত কর্মকারের সমর্থকরা মিছিল নিয়ে আসলে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এসময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে তাড়াশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রলীগ কর্মী সোহাগ হাসান, ছোটন আহম্মেদসহ ৫জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এব্যাপারে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সঞ্জিত কর্মকার ও বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান মনির সাথে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা মোবাইল রিসিভ করেননি। তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। আবারও সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।