তাড়াশে দোয়াত কলম প্রতীকের নির্বাচন করায় ১২ পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ
তাড়াশ প্রতিনিধিঃ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান মনি পক্ষে নির্বাচন করায় ১২টি পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার উলিপুর গ্রামের সমাজ প্রধানদের বিরুদ্ধে।
আর এ থেকে প্রতিকার চেয়ে গত বুধবার (৫ জুন) বিকালে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই গ্রামের ভুক্তোভোগী ১২ টি পরিবার।
শনিবার (৮ জুন) বিকালে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ মে দ্বিতীয় ধাপে তাড়াশ উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে। ওই নির্বাচনে উলিপুর গ্রামের ১২টি পরিবারের সদস্যেরা দোয়াত কলমের প্রার্থী অধ্যক্ষ মনিরুজ্জামান মনি পক্ষে করে ।এই নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান মনি বিজয়ী হয়।
এতে ক্ষিপ্ত হয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সমর্থক উলিপুর গ্রামের সমাজ প্রধান মো. বাহাদুর আলী, তয়জাল হোসেন, মাসুদ রানা গত ৩ জুন রাতে ওই ১২ পরিবারকে সমাজচ্যুত করে দেন।
তাড়াশ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল ইসলাম খোকন বলেন, ঘটনাটি জানার পর থেকে আমি সমাধানের চেষ্টা করছি।
সমাজচ্যুতের বিষয়টি অস্বীকার করে সমাজ প্রধান মো. বাহাদুর আলী বলেন, নির্বাচন করার জন্য নয় বরং তারা আমাদের সমাজের কোন নিয়ম কানুন মেনে চলে না। তাই আমাদের সমাজ থেকে বাদ দিয়েছি।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লুৎফর রহমান
তাড়াশ সিরাজগঞ্জ
তারিখ ০৮.০৬.২৪