তাড়াশে দুর্গন্ধযুক্ত পরিবেশ দুষনকারী মুরগীর বিষ্ঠা বিক্রীর অভিযোগে ভ্রাম্যমান আদালতে ৪ জনের দন্ড ।
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের তাড়াশে দুর্গন্ধযুক্ত পরিবেশ দূষণকারী মুরগীর বিষ্ঠা বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত কর্তৃক তিন বিষ্ঠা ব্যবসায়ীকে ৯০হাজার টাকা জরিমানা ও একজনকে ১৫দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্ফাত জাহান এ দন্ড দেন। দন্ড প্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাতী গ্রামের আলামিন শেখ (২৩), সবুজ শেখ (২২) এবং তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতি গ্রামের আব্দুর রহিম (২৬) ও মজনু মিঞা (২৫)। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্ফাত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।