তাড়াশ

তাড়াশে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 
এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ৬৪ সিরাজগঞ্জ ৩ অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।
 বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রভাষব মর্জিনা ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা ড. হাফিজুর রহমান,  প্রাণী সম্পদ অফিসার ডাঃ আবু হানিফ, বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মৎস্যজীব লীগের সভাপতি আরিফুল ইসলাম।  
আলোচনা সভায় বক্তারা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।