তাড়াশ

তাড়াশে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ

লুৎফর রহমান, তাড়াশ:

সিরাজগঞ্জ তাড়াশে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) অর্থায়নে ৬৪ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৯ জুন) দুপুরে তাড়াশ উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিমের সভাপতিত্বে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ তাড়াশ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাক্ষ মনিরুজ্জামান মনি, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন, সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, বারুহাস ইউপি চেয়ারম্যান মো: মোক্তার হোসেন মুক্তা। তাড়াশ উপজেলা গ্রাম পুলিশের সভাপতি শ্রী রাজিব কুমার জানান বাইসাইকেল পেয়ে সকল গ্রাম পুলিশের আনন্দ প্রকাশ করেছেন । তিনি আরো বলেন বাইসাইকেল পাওয়ায় আমাদের কাজে কষ্ট লাঘব হবে।