তাড়াশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান
তাড়াশ প্রতিনিধিঃ
তাড়াশে টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় তাড়াশ উপজেলার বারুহাস ও তালম ইউনিয়নের অন্তর্ভুক্ত উত্তর ও দক্ষিণ ভদ্রাবতী উপ-প্রকল্পের খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা জেলা প্রশাসক জনাব মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় উপকার ভোগী জনগন ও সংশ্লিষ্ট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এলজিইডি সিরাজগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সফিকুল ইসলাম।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান,
এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার মো: মেজবাউল করিম, সিরাজগঞ্জ সিনিয়র সহকারী প্রকৌশলী মো: সাবের আলী, তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরী তাসনিম উর্মি,এলজিইডি সিরাজগঞ্জ দপ্তরের প্রকৌশলী মোঃ তারেক আজিজ ও প্রকৌশলী হাফিজুর রহমান ,তাড়াশ উপজেলা প্রকৌশলী ইফতেখার সারোয়ার ধ্রুব, বারুহাস ইউপি চেয়ারম্যান ময়নুল হক ও দক্ষিন ভদ্রাবতি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোজাম্মেল হক ছাড়াও সংশ্লিষ্ট উত্তর ভদ্রাবতী ও দক্ষিণ ভদ্রাবতী উপ প্রকল্পের সভাপতি, সম্পাদক ও সাধারন সদস্যগন সহ উপকারভোগি স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক বলেন,
সেচ সুবিধা বৃদ্ধি, কৃষি উৎপাদন বৃদ্ধি, আগাম বন্যার হাত থেকে কৃষকের ফসলী জমি রক্ষা ও প্রান্তিক জনগষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নের জন্য উক্ত উপ প্রকল্প বাস্তবায়ন করা হবে।