তাড়াশে খালের পাড় কেটে সেতুর সংযোগ সড়ক নির্মান
লুৎফর রহমান, তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশে সরকারী খালের পাড় কেটে সেতুর সংযোগ সড়ক নির্মানের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের মাগুড়া- নাদোসৈয়দপুর গ্রামীন সড়কে সাইড খালের উপর নির্মিত সেতুর এপ্রোস সড়ক নির্মানে। সরকারী খালের পাড় কেটে সাবার করছে ঠিকাদারী প্রতিষ্ঠান জনতা কনষ্টানশন এমন অভিযোগ করেছে এলাকাবাসী।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানা যায় তাড়াশ –নাদোসৈয়দপুর গ্রামীন সড়কে সাইড খালের ওপর নির্মিত আরটি আইপি প্রকল্পের আওতায় ৪ কোটি ৪১ লক্ষ টাকা ব্যয়ে ২০১৬ সালে নির্মান কাজ শুরু হয়ে ২০১৮সালের ৫মার্চ কাজ শেষ হওয়ার কথা থাকলে ঠিকাদারী প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে ২০২০সালের এপ্রিল মাসেও কাজ শেষ করতে পারেনি অদ্যবদি পর্যন্ত কাজ সমাপ্ত করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান।
সঠিক সময়ে সেতু নির্মান করতে না পারায় একদিকে যেমন জনদুর্ভোগ বাড়ছে তেমনি চলনবিল অঞ্চলের একটি মাত্র খাল দিয়ে পানি প্রবাহিত হয় সেই খালের পাড় কেটে সেতুর সড়ক নির্মান করছে।এতে করে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষ রোপন অভিযান ভেস্তে যাচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠান জনতা কনষ্টাকশন সত্তাধিকারী মোঃ জহরুল ইসলাম বলেন, মাটি কোথায় থেকে দেব এ বিষয়ে আপনি জানার কে।অফিস কে জানিয়ে সব কিছু করেছি।
এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন,বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম খালের পাড় কাটার কোন সুযোগ নেই দেখে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হবে।খালের মাটি দিয়ে পাড় নির্মান করা যাবেনা।