তাড়াশে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
লুৎফর রহমান, তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশে মিম খাতুন (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহমেদ।
গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আব্বাস উদ্দিনের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বিনসাড়া গ্রামের আব্বাস উদ্দিনের মেয়ে কিশোরী মিম খাতুন তার মায়ের সঙ্গে ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করে। ছুটি বাড়িতে চলে আসে। পরে তার মা তাকে নিয়ে ঢাকায় ফেরার কথা জানালে সে আরো দু-তিন থাকবে জানায়।
এ সময় তার মা তাকে গালিগালাজ করলে সন্ধ্যার দিকে সবার অজান্তেই ঘরের আড়ার সঙ্গে গলায় কাপড় পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।