তাড়াশ

তাড়াশে করোনা আক্রান্ত রোগীর পাশে খাদ্য সামগ্রী নিয়ে চেয়ারম্যান বাবুল শেখ

লুৎফর রহমান, তাড়াশঃ

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) প্রতিরোধে ও ঘরবন্দী অসহায় মানুষকে সহায়তার পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি ফলমুল ও খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ। খাদ্য সহায়তার পাশাপাশি উপজেলার সর্বকনিষ্ঠ এ ইউপি চেয়ারম্যান বাবুল শেখ বাড়ি বাড়ি গিয়ে ভাইরাস সংক্রমণ বিষয়ে সচেতন করছেন। করোনার ২য় ঢেউ মোকাবেলা ইউনিয়নের কর্মহীন মানুষকে কখনো নিজ অর্থায়নে, কখনো সরকারি-বেসরকারি সহায়তায় এ খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন তিনি।

শনিবার (১০ জুলাই) সকালে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান বাবুল শেখ নিজ উদ্দ্যেগে কর্মহীন পরিবার ও ৭জন করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ফলমুল ও খাদ্য সামগ্রী পৌছে দেয়।

এ বিষয়ে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ বলেন, সারা পৃথিবী এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমি নিজ উদ্দ্যেগে ও সরকারী সহায়তায় ইউনিয়নের অসহায়, কর্মহীন ও করোনা আক্রান্ত মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছি।