তাড়াশ

তাড়াশে এক কৃষকের ৫ গরু চুরি, ৪ লাখ টাকার ক্ষতি

লুৎফর রহমান, তাড়াশ:

সিরাজগঞ্জের তাড়াশে এক কৃষকের প্রায় ৪ লাখ টাকার মূল্যের পাঁচটি গরু চুরি হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ি গ্রামের কৃষক আলহাজ মো. ওমর আলী শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রোববার (২২ অক্টোবর) সকালে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ ওই কৃষক।
কৃষক আলহাজ মো. ওমর আলী শেখ বলেন, প্রতিদিনের মতো শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঘুমাতে যাওয়ার পূর্বে গরুগুলোকে গোয়াল ঘরে বেঁধে রাখা অবস্থায় দেখে যান। ভোরে ফজর নামাজ পড়ার জন্য উঠে দেখেন গোয়াল ঘরের তালা কাটা এবং আটটি গরুর মধ্যে পাঁচটি গরুগুলো নেই।
তিনি আরো বলেন, চুরি হওয়া গরুর মূল্যে প্রায় চার লাখ টাকার মতো। আর গরুগুলো চুরি হওয়ায় আমি এখন নিঃস্ব হয়ে গেছি। আমার গরুগুলোই শেষ সম্বল ছিল। গরুগুলোর মধ্যে, কালো রঙের দুধের একটি গাভীসহ বাছুর- যার মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা, কালো রঙের দুটি গাভী যার আনুমানিক মূল্য ৮৫ হাজার টাকা, লাল রঙের একটি গাভী যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা ও কালো রঙের একটি ষাড় যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা।
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

লুৎফর রহমান
তাড়াশ সিরাজগঞ্জ
তারিখ ২২.১০.২৩