তাড়াশে অসহায় শীতার্তদের মাঝে সুইটের কম্বল বিতরন
লুৎফর রহমান, তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করছেন বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি ও বিএমিডিএর পরিচালক, আলহাজ্ব কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট ।
তিনি আট ইউনিয়ন ও পৌর এলাকার শীতার্ত অসহায় ১হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।
১৪ জানুয়ারি শনিবার সকালে ভায়াট উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থ অসহায় শীতার্তদের মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউনুস আলী তাড়াশীর সভাপতিত্ব এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক বাঁচাও আন্দোলনের আহ্বায়ক মীর শহিদুল ইসলাম শহীদ,তাড়াশ সদর ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক নুরুল ইসলাম রাঙ্গা, যুবলীগ নেতা কে মনিরুল ইসলাম প্রমুখ।
এ সময় কম্বল পেয়ে ৭০বছরের বৃদ্ধ কেরামত আলী জানান, এই শীতে আমি খুব কষ্ট করেছি। আমাদের দেখার কেউ নেই সুইট সাহেব আমাকে একটি কম্বল দিয়েছে আমি তার জন্য দোয়া করি সে যেন দীর্ঘজীবী হয়।
এ সময় কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট বলেন , প্রতি বছরের ন্যায় আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় অসহায় দুস্থ শীতার্তদের মাঝে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আপনারা দোয়া করবেন যেন আগামীতে আপনাদের পাশে থাকতে পারি।