তাড়াশ

তাড়াশে অনুমোদনবিহীন ভেজাল ভোজ্য তৈল ও মসলা তৈরীর ফ্যাক্টরী সিলগালা ।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের  তাড়াশ উপজেলার  কাউরাইল নামক এলাকায় “আরপি এল” নামক একটি প্রতিষ্ঠান অবৈধভাবে  ভোজ্যে তৈল উৎপাদন অনুমোদনছাড়া  ও বিভিন্ন ধরনের ভেজাল মসলা অবৈধভাবে তৈরী করার দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  গোপন সংবাদের ভিত্তিতে    বৃহস্পতিবার  (৪জুলাই) বিকেলে ওই প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ২০,০০০ টাকা অর্থদন্ড প্রদান  এবং ঐ অবৈধ ফ্যাক্টরীকে  সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।  ওই মোবাইল কোর্ট পরিচালনা করেন , সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ ওবায়দুল্লাহ। সহযোগিতা করেন, ভূমি অফিসের কর্মচারী ও তাড়াশ থানা পুলিশ।