তাড়াশ

তাড়াশে অনাহারী, হত-দরিদ্রদের দিনে একবেলা খাবারের দায়িত্ব নিনেল শিক্ষক মোঃ আব্দুস সালাম।

লুৎফর রহমান, তাড়াশ:

মহামারী করোনা ভাইরাসে সাড়া বিশ্ব আজ উৎবিঘœ। বাংলাদেশে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সাথে সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বর্তমানে করোনা ভাইরাসের কারনে ঘর থেকে বেড় হওয়াই যেন জীবনাশের হুমকি। এমন মুহুর্তে অনাহারী, হত-দরিদ্রদের দিনে একবেলা ফুল পেট খাবারের দায়িত্ব নিলেন সিরাজগঞ্জের তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম। উপজেলার হাসপাতাল গেটে সিয়াম এন্টারপ্রাইজে সিয়াম, সিফাত ও সাঈফ মানবতা ভোজনালয় ব্যানার টাঙ্গিয়ে প্রত্যেকদিন দুপুরে অনহারীদের খাবারের ব্যবস্থা করেছেন।

এ বিষয়ে আব্দুস সালাম জানান, আমি তিনবার মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি। প্রথমবার ছাত্রজীবনে কতিপয় সন্ত্রাসীরা আমাকে ফেরে রাস্তায় ফেলে দিয়েছিল। সে সময় অনেকেই মৃত্যু ঘোষনা করলেও আল্লাহ্র অশেষ রহমতে আমি বেঁচে যাই। দ্বিতীয়ত আমার জন্ডিস থেকে বি-ভাইরাস হয়েছিল। সেখান থেকেও আল্লাহ আমাকে রক্ষা করেছেন। তৃতীয়ত গত দু’বছর আগে আমার ওপেন হার্ট চার্জারী করেছি। এসময় সংক্রিমত হয়ে বার বার মৃত্যুর কোলে ঢুলে পড়েছি। মহান রাব্বুল আলামিন কিছু মহান ব্যক্তিদের সহযোগীতায় আমাকে সুস্থ করেছেন।

তিনি আরো জানান, আমি বিশ বছর যাবৎ বেশ কিছু গরিব দূখীদের মাসিক চাল, ডাল কিনে দিতাম। তাদের মধ্যে পাঁচজন মারা গেছে। বাকীদের জন্য আমার সাহায্য সহযোগীতা চলমান আছে। যখন রাস্তায় হাত, পা ছাড়া অথবা বয়:বৃদ্ধ কোন লোককে দাড়িয়ে সাহায্য করতে দেখি, তখন আমার খুব কষ্ট হয়। আমি তখন চিন্তা করি হাত, পা ছাড়া অথবা এই বয়:বৃদ্ধ লোক সাহায্য না পেলে সে বাড়ীতে গিয়ে কি খাবে? অথবা তার পরিবারই কি খেয়ে থাকবে? আমার এই বোধদয় থেকেই আমার সামান্য অর্থ দিয়ে প্রতিদিন দুপুরে অনাহারীদের ফেট ভরে খাবার দিচ্ছি। শুক্রবার বাদ জু’ম্মায় অর্ধশত অনহারীদের মূখে খাবার তুলে দেন প্রধান শিক্ষক আব্দুস সালাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হক, উপজেলা জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সিরাজ সরকার, উপজেলা ফকির কমিটির সভাপতি মোঃ মুকুল হোসেন, এশিয়ান টিভির তাড়াশ প্রতিনিধি মোঃ শামিউল হক শামীম, প্রমূখ।