তরুণ সাংবাদিক মোহাম্মদ আশরাফুলের জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদকঃ
পেশা নয় নেশা হিসেবেই লেখেন বিভিন্ন পত্র পত্রিকায়। ছোট বেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন একজন সংবাদকর্মী হওয়ার। সেই স্বপ্নকে বুকে ধারণ করেই তাঁর পথ চলা। তিন ভাইয়ের ভিতর বাবা-মা’ র ছোট ছেলে তিনি। বলছি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তরুণ সাংবাদিক মোহাম্মদ আশরাফুলের কথা। ১৯৯৫ সালের ১২ ফেব্রুয়ারির এই দিনেই সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গাড়াবেড় গ্রামে জন্ম এই তরুণ সাংবাদিকের। আজ তাঁর ২৬তম জন্মদিন। পরিবারের আদরের ছোট ছেলেটি পড়া শোনা শুরু করেন নিজ গ্রাম গাড়াবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মাধ্যমিক শেষ করেন উপজেলার স্বনামধন্য চালিতাডাঙ্গা বি.বি.এন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে, উচ্চ মাধ্যমিকে পড়া শোনা করেছেন কাজিপুর সরকারি মনসুর আলি কলেজে। উচ্চ মাধ্যমিক শেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.সি (পাশ) পাস করেন ২০১৬ সালে। পরে সংবাদকর্মী হিসেবে হাতে খড়ি নেন কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের কাছে। বর্তমানে তিনি সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক অনুসন্ধানী খবর, দৈনিক নয়া আলো, দৈনিক জনকন্ঠ নিউজ, দৈনিক পত্রিকা, দৈনিক আজকের দিগন্ত, দৈনিক প্রতিবাদ, পূর্বপশ্চিম অনলাইন নিউজ পোর্টাল সহ বিভিন্ন অনলাইন পত্রিকায় কাজ করেন। তিনি একসময় ছবি আঁকার কাজ করতেন। বর্তমানে তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজে রসায়ন বিভাগে স্নাতকোত্তর পড়া শোনার পাশাপাশি সাংবাদিকতা, সঙ্গীত চর্চা ও সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছেন। তিনি সমাজের সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যেতে চান সারা জীবন।