সিরাজগঞ্জ

তরুণ সম্প্রদায় গ্রুপ থিয়েটার’ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ শহরের শীর্ষতম নাট্য সংগঠন ‘তরুন সম্প্রদায় গ্রুপ থিয়েটার’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  রোববার (২৬মে) ইফতার পূর্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে উৎসব কমিউনিটি সেন্টারে  উক্ত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন, তরুণ সম্প্রদায়ের প্রধান পরিচালক সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু।  অনুষ্ঠানের সার্বিক তত্ত্ববধানে ছিলেন, তরুণ সম্প্রদায়ের পরিচালক  (সংগঠক)   ফরিদুল ইসলাম সোহাগ। ইফতার মাহফিলের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আনু ইসলাম।

এসময় ইফতার মাহফিলে অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনাহেনা, সাবেক জেলা মুুুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গাজী আশরাফুল ইসলাম জগলু চৌধুুুরী,  প্রবীন বিশিষ্ট  লেখক, কলামিস্ট ও সাংবাদিক সাইফুুল ইসলাম,   জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন,  জনতা ব্যাংক সিরাজগঞ্জ শাখা’র ম্যানেজার আবু সেলিম রেজা, নজরুল একাডেমি সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক  জ্ঞাননদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুবআলী, জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকার, পৌর কৃৃৃষকলীগ নেতা সাংবাদিক ফুলাদ হায়দার খান,   প্রসূন থিয়েটারের সভাপতি মাহমুব এ- খোদা টুটুল, দূর্বার নাট্যগোষ্ঠী সাধারণ সম্পাদক খন্দকার রাফি উদ্দিন (মাস্টার),

নাবিক নাট্যগোষ্ঠী’র সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক আশিক ইকবাল শামীম, থিয়েটার মঞ্চ’র সাধারণ সম্পাদক  রাকিবুল ইসলাম রাকিব, অরুনিমা সংগীতালয়ের পরিচালক বিশিষ্ট  সংগীত শিল্পী সূর্য বারী, সৃজনী আবৃত্তি কেন্দ্র’র পরিচালক   মকবুল হোসেন, সরগম সাংস্কৃতিক সাধারণ সম্পাদক দুলাল বসাক, নাট্যচক্রের সাধারন সম্পাদক বিশিষ্ট সংগীত শিল্পী ইমরান মুরাদ, সাংবাদিক হীরক গুন, আর টিভির জেলা প্রতিনিধি সুকান্ত সেন ,
কবি ও কবিতা পরিষদ সিরাজগঞ্জের আহবায়ক ও দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না , নব নাট্য সংঘ’র সাধারণ সম্পাদক, সাহেদ সেলিম,  রবীন্দ্র পরিষদের সাধারণ সম্পাদক  নূরে আলম হীরা, সারেগা সংগীত একাডেমী’র অর্থসম্পাদক ধীরেন্দ্রনাথ বিশ্বাস, শেকড় সভাপতি  নাসিমা পারভীন, অনলাইন সিরাজগঞ্জ নিউজ ২৪. এর সম্পাদক তাহমিনা হোসেন কলি,  সিরাজগঞ্জ নিউজ ২৪.এর স্টাফ রিপোর্টার শুভ কুমার ঘোষ ,নাট্যলোক’র সাধারণ সম্পাদক চিন্ময় সূত্রধর প্রমুুখ।