রায়গঞ্জ/সলঙ্গা

তরুণীকে শ্বাসরোধে হত্যা,সলঙ্গায়

সিরাজগঞ্জের সলঙ্গায় রহিমা খাতুন (২৫) নামে এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি স্থানীয় বেতুয়া আনন্দ স্কুলের শিক্ষিকা।

বুধবার ৩০ মে দুপুর ২টার দিকে সলঙ্গা থানার নালার বিলের ধর নামক খালের বাবলাতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রহিমা খাতুন সলঙ্গা থানার বেতুয়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান জানান, সেহরী খেয়ে ভোরে অফিসিয়াল কাজের কথা বলে বাড়ি থেকে বের হন রহিমা। দুপুর ১২টার দিকে বাবলাতলা এলাকায় তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, গলা, মাথা ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ওই এলাকায় ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।