ঢাক-ঢোল আর উলুধ্বনিতে মুখরিত সিরাজগঞ্জের পূজা মণ্ডপগুলো।

আজিজুুর রহমান মুন্না

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। ষষ্ঠী ও বোধনের মধ্য দিয়ে শুরু হলো -ঢাকে পড়লো কাঠি, বাজলো শঙ্খ। উলুধ্বনিতে মুখর পূজা মণ্ডপ। দশভূজা দেবী এলেন দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে চলছে আনন্দের বন্যা। কৈলাস স্বর্গ থেকে দেবী এবার এসেছেন ঘোটকে চরে, ফিরে যাবেন দোলায়। সার্বজনীন এই উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং এ বছর ও জেলা উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করবে বলে আশা প্রকাশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এবার সিরাজগঞ্জে ৫০৩টি পূজা মণ্ডপে হচ্ছে শারদীয় দুর্গা পূজা। উৎসাহ উদ্দীপনা আর জমকালো পরিবেশে শুরু হল শারদীয় দুর্গাপূজা।
পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। পূজা চলাকালীন পুলিশের পাশাপাশি আনসার এবং গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবে বলে জানাল জেলা প্রশাসন।
সিরাজগঞ্জ শহরে বিভিন্ন ধরনের আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে প্রতিটি রাস্তা ও মণ্ডপগুলো এবং সনাতন ধর্মালম্বীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
শহরের মুজিব সড়কস্থ কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া, মাড়োয়ারী পট্ট্রি, এস,এস রোডের ফরিয়াপট্রিট কালিমন্দির, কয়লাপট্রির দুর্গা মন্দির, বাহিরগোলা ঘোষপাড়া দুর্গা মন্দির, এসবি ফজলুল হক রোডের হরিজন কলোনি, গোশালা কালি মন্দির, সবমিলিয়ে সিরাজগঞ্জে এখন দুর্গা পূজাকে ঘিরে চলছে সাজ সাজ রব।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার কানু জানান, এবার সিরাজগঞ্জ জেলাজুড়ে প্রায় পাঁচ শতাধিক মণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু-সুন্দর ও উৎসবমুখর পরিবেশে এ বছর দুর্গাপূজা আয়োজনের জন্য এরইমধ্যে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব উদযাপনে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সাথে দফায় দফায় মতবিনিময় করা হচ্ছে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.