ঢাকা-শাহজাদপুর-পাবনা রুটে বাস চলাচল বন্ধ আজ ২য় দিনে
সিরাজগঞ্জ বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সঙ্গে শাহজাদপুর পরিবহন মালিক গ্রুপের দ্বন্দ্বের জেরে দ্বিতীয় দিনের মত ঢাকা-শাহজাদপুর-পাবনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
৪ জুলাই বুধবার সকাল থেকে সিরাজগঞ্জ থেকে শাহজাদপুর ও পাবনার উদ্দেশে ছেড়ে যায়নি কোনো বাস। একই সঙ্গে শাহজাদপুরের ওপর দিয়ে পাবনা, ঢাকা, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী ও বগুড়া রুটেও বাস চলাচল করছে না। তবে ঢাকা-পাবনা রুটের দূরপাল্লার বাসগুলো বিকল্প পথে চলাচল করছে।
এর আগে ৩ জুলাই মঙ্গলবার সকাল থেকে এ অবরোধের ডাক দেয় সিরাজগঞ্জ জেলা মোটর মালিক সমিতির (শাহজাদপুর) মালিকরা।
সিরাজগঞ্জ জেলা মোটর মালিক সমিতির (শাহজাদপুর) অফিস সেক্রেটারি লিয়াকত আলী বলেন, জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির নেতারা তাদের ৪টি বাস জোর করে শাহজাদপুর পয়েন্ট থেকে ছাড়তে আমাদের চিঠি দেয়। আমরা তাদের দাবি মানতে রাজি না হলে মঙ্গলবার থেকে ঢাকা-সিরাজগঞ্জসহ বিভিন্ন রুটে আমাদের বাস চলাচল বন্ধ করে দেয়। বাধ্য হয়ে আমরা সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছি এবং অন্যান্য জেলার গাড়িও শাহজাদপুরের ওপর দিয়ে চলাচল বন্ধ রয়েছে। জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির অহেতুক জুলুম বন্ধ না হওয়া পর্যন্ত এ অবরোধ চলবে।
অপরদিকে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী বলেন, রমজান মাসের শুরু থেকে রাজশাহী রুটে কোন প্রকার চেইন ছাড়া দু’টি বাস ছাড়ে শাহজাদপুর মালিক সমিতি। ঈদের আগে আমরা বিষয়টি মেনে নিয়েছিলাম। কিন্তু ঈদ পার হওয়ার পর তারা বাসের সংখ্যা আরও বাড়িয়ে দেয়। এ নিয়ে দ্বন্দ্বের জেরে আগে জেনিন পরিবহন নামে একটি বাস আটকে রেখেছে শাহজাদপুর মালিক সমিতি। এর প্রতিবাদে আমরা শাহজাদপুরে রুটে কোন গাড়ি দিচ্ছি না, তাদের গাড়িও আসতে দেওয়া হচ্ছে না।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুই সমিতির দ্বন্দ্বের কারণে দ্বিতীয়