ঢাকার হাসপাতালে ভর্তি ৮২৪ ডেঙ্গু রোগি,সারাদেশে আক্রান্ত প্রায় ১২ হাজার
আবির হোসাইন শাহিন :
ডেঙ্গু যেন ভয়ানক অবস্থায় পরিনত হয়েছে।সারাদেশের প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগির সংখ্যা। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ। একদিনেই হাসপাতালে ভর্তি হয়েছে ৮২৪ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো সাড়ে ১১ হাজার। সরকারি হাসপাতালের মেঝে ও বারান্দাতেও চিকিৎসা দেয়া হচ্ছে আক্রান্তদের। তবে বৃষ্টি কমলে এডিস মশার উৎপাত ও ডেঙ্গুর প্রকোপও কমবে বলে আশা করছেন চিকিৎসকরা। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পরদিনও রাজধানীর বিভিন্ন হাসপাতালে রোগীদের এমন ভিড়। প্রতিদিনই দ্বিগুণ হারে রোগী আসছে হাসপাতালে। সরকারি হিসেবে এ বছর জানুয়ারি থেকে জুলাইয়ের ২৮ তারিখ পর্যন্ত সারাদেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৬৫৪ জন। জুলাই মাসেই আক্রান্ত হয়েছে সাড়ে ৯ হাজার। আর গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৮২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। জ্বর নিয়ে হাসপাতাল ও বিভিন্ন রোগ নির্ণয় কেন্দ্রে ভিড় করছেন অভিভাবকরা। সব বয়সী মানুষই আক্রান্ত হচ্ছে। ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯৪ জন শিশু। সবচেয়ে বেশি রোগী শহীদ সোহরাওয়ার্দী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সাধারণ ওয়ার্ড ছাড়াও মেঝে ও বারান্দায় ঠাঁই হয়েছে ডেঙ্গু রোগীদের। বিপুল সংখ্যক ডেঙ্গু রোগী নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষও হিমশিম খাচ্ছে। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোর হিসাবে গড়ে প্রতি ৩ মিনিটে কোনো না কোনো হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত একজন রোগী ভর্তি হচ্ছেন। ডেঙ্গুতে শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন। সরকারি হিসেবে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮ জন বলা হলেও বেসরকারি হিসেবে এ সংখ্যা ১১। এদিকে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন, নিজ নিজ বাসা বাড়ি পরিস্কার রাখা এবং সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।