ড.জাফর ইকবাল’র উপর হামলার প্রতিবাদে মানববন্ধন সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের
অধ্যাপক ডাঃ জাফর ইকবাল’র উপর সন্ত্রাসী হামালার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরাম।নন্দিত কথা সাহিত্যিক.বিজ্ঞান মনস্ক লেখক
ড.জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদ জানায় এবং আসামীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। সন্ত্রাস,জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান।
সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সামনে সোমবার সকালে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সাধারন সম্পাদক দিলীপ গৌরে পরিচালনায় এবং সাংস্কৃতিক ফোরামের সহসভাপতি গাজী আশরাফুল ইসলাম চৌধুরী জগলুল সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জাতীয় পরিষদ সদস্য এ্যাড,মাহবুব এ খোদা টুটুল, জেলা জাসদের সভাপতি গাজী আব্দুল হাই তালুকদার, আব্দুস সামাদ তালুকদর,সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি হীরক গুণ, ,জেলা আওয়ামীলীগের সহ সাধারন সম্পাদক গাজী আব্দুল বারী শেখ, জেলা বাসদের সমন্মায়ক নব কুমার কর্মকার,জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কানু,সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি হেলাল আহমেদ,নাট্য নিকেতনের সাধারন সম্পাদক হোসেন আলী ছোট্র,সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সহ সভাপতি হাফিজুর রহমান সামাদ,মানবাধিকার নাট্য পরিষদের সাধারন সম্পাদক ও সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের প্রচার সম্পাদক সাহেদ সেলিম খানসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।