ড. জান্নাত আরা তালুকদার হেনরী’র পিতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মিয়া আর নেই
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ সদর উপজেলা ১০ নং সয়দাবাদ ইউনিয়নের সদান্দপুর নিবাসী ও ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ- সম্পাদক ও রংপুর বিভাগীয় টিম প্রধান সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী’র বাবা বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ মিয়া সোমবার দিবাগত রাত ১০ টায় বার্ধক্য জনিত কারণে তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি মৃত্যুকালে তার সহধর্মিনী,পরিবারের তিন ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মঙ্গলবার (১১ জানুয়ারি) মিয়া বারীর জামে মসজিদে জোহর নামাজ শেষে বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মিয়া কে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রবিন শীর্ষ।
এ সময় জানাজার নামাজে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হামিদ মিয়া মাস্টারের স্মৃতিচারণ করেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট কে এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইসাহাক আলী,বীর মুক্তিযোদ্ধা সোরহাব আলী, বীরমুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা,কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ সবুজ, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন,পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফজলু, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, আওয়ামীলীগ নেতা শামীম তালুকদার লাবু, সিরাজগঞ্জ সদর উপজেলা ১০ নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নবিদুল ইসলাম সহ সকল ধর্মপ্রাণ মুসলমানগন জানাজার নামাজে উপস্থিত ছিলেন।