ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সিরাজগঞ্জের নলকা – সয়দাবাদ নবনির্মিত রাস্তা জুড়ে দুঘটনার আশংকা
আবির হোসাইন শাহীন, নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ নলকা – সয়দাবাদ নবনির্মিত রাস্তার কাজ শেষ না হতেই শেয়ালকোল বাজার থেকে নলকা ব্রিজ পযন্ত বেশিরভাগ রাস্তার দুপাশে ভেংগে যাওয়ায় বড় ধরনের দুঘটনার আশংকা দেখা দিয়েছে। সিরাজগঞ্জ বাসিন্দাদের বহু প্রত্যাশিত আঞ্চলিক চার লেন মহাসড়ক চালু হওয়ায় এলাকাবাসীদের মাঝে দেখা দিয়েছে আনন্দের জোয়াড়। কিন্তু রাস্তার শেষ না হতেই দুপাশে বৃষ্টির পানিতে রাস্তার দুপাশে ভেংগে যাওয়ার কারনে জনসাধারণের মাঝে দেখা দিয়েছে আতংক ও উৎকন্ঠা। ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারনে নবনির্মিত রাস্তার দুপাশে ভেংগে গেছে। চার লেন রাস্তা হওয়ার কারনে বেড়ে গিয়েছে গাড়ি সংখ্যা। চালকদের সাথে কথা বললে তারা জানায় রাস্তা প্রশস্ত হওয়ায় তাদের অনেক সুবিধা হয়েছে কিন্তু রাস্তার দুপাশে ভেংগে যাওয়া তাদের মাঝে আতংক বিরাজ করছে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে।এলাকাবাসীর দাবি অবিলম্বে রাস্তার দুপাশে ড্রেনেজের ব্যবস্থা করে বড় ধরনের দুঘটনার হাত থেকে রক্ষা করুন।