ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১০-রায়গঞ্জে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শুক্রবার ৩০ মার্চ ভোরে উপজেলার পাঙ্গাসী বাজার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে ছুরি, রামদা’, চাপাতি, হাঁসুয়া ও রড। তির দেশীয় অস্ত্র ও একটি পিকআপ ভ্যানসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের আলাউদ্দিন,সাইফুল, মাসুদ রানা, নাসির, শাহ আলম, ফরিদুল, আব্দুল হামিদ, নাসির, আব্দুল্লাহ ও পিকআপ ভ্যানের চালক হারেজ আলী।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান- সয়দাবাদ এলাকার চিহ্নিত ডাকাত বাবুর নেতৃত্বে একদল ডাকাত দেশি অস্ত্রসহ একটি পিকআপ ভ্যানে করে পাঙ্গাসী বাজার এলাকায় এসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ওই বাজারে টহলরত পুলিশ ডাকাতদলকে দেখে থানায় খবর দেয়। পরে থানা থেকে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই ১০ জনকে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ।