উল্লাপাড়া

ট্রেনের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার-উল্লাপাড়ায়

সিরাজগঞ্জের উল্লাপাড়া ট্রেনের টয়লেট থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৫৫) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

২৮ আগস্ট মঙ্গলবার গভীর রাতে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কে লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বুধবার ২৯ আগস্ট সকালে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন মজুমদার এতথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাতে সিরাজগঞ্জ থেকে ঈশ্বরদীগামী লোকাল ৫৫৪ ট্রেনের টয়লেটের ভেতরে ওই বৃদ্ধের মরদেহ দেখে যাত্রীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে রাতেই তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কিভাবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি জানা যাবে।