শাহজাদপুর

ট্রাকচাপা শিশুর মৃত্যু-শাহজাদপুরে

সিরাজগঞ্জের শাহজাদপুরে বালুবাহী ট্রাকচাপায় রাবেয়া খাতুন (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

২৮ জুন বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার নলুয়া তিন মাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রাবেয়া বাড়াবিল পূর্বপাড়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, বিকেলে নলুয়ার তিন মাথা মোড়ে খেলছিল রাবেয়া। এ সময় বালু ভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।