কাজিপুর

ট্রাকচাপায় শিশুর মৃত্যু-কাজিপুরে

রোববার ২০ মে বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় কাজিপুর-ধুনট আঞ্চলিক সড়কের পাইকরতলি গ্রামে ট্রাকচাপায় জান্নাতুল জীম মনি (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মনি ওই গ্রামের জাহিদুল ইসলাম শরিফের মেয়ে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম লুৎফর রহমান জানান, বিকেলে
পাইকরতলি এলাকায় রাস্তা পার হচ্ছিল মনি। এ সময় মেঘাই থেকে সোনামুখীগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে