জাতীয়

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) স্থানীয়়করণ ও জেলার উন্নয়়ন শীর্ষক কর্মশালা-জামালপুরে

তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি ঃ

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) স্থানীয়়করণ ও জামালপুর জেলার উন্নয়়ন শীর্ষক কর্মশালা আজ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি। কর্মশালায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি, ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, ফরিদুল হক খান দুলাল এমপি, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ জাফর উদ্দিন, জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএম (পিপিএম বার) কর্মশালায় উপস্থিত জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তারা জামালপুর জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন।