চৌহালী/এনায়েতপুর

টিউশনির টাকায় লাশবাহী খাটিয়া দিলেন ঢাবি শিক্ষার্থী

চৌহালী প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চরসলিমাবাদ দক্ষিণ ফকির পাড়া জামে মসজিদে লাশবাহী খাটিয়ার প্রয়োজন ছিলো বহুদিনের কিন্তু টাকার অভাবে তা ক্রয় করা যাচ্ছিলো না। অবশেষে এগিয়ে আসেন উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সোলায়মান হোসেন।

নিজের টিউশনির জমানো ২৫ হাজার টাকা দিয়ে গতকাল বৃহস্পতিবার একটি খাটিয়া কিনে দেন মসজিদে। ঢাবি শিক্ষার্থী সোলায়মান বলেন, মারা যাওয়ার পর বাড়ি থেকে যেই খাটিয়ার মাধ্যমে নিজেরও যেতে হবে আসল ঠিকানায়, সেই খাটিয়ার ব্যবস্থা কওে দিয়ে হৃদয়ে শিতল অনুভুতি বইছে। মরে গেলে টাকা পয়সা কিছুই সাথে যাবে না, সাথে যাবে আমাদের পুণ্য। আল্লাহ যেন আমাকে আরও বেশি বেশি দান করার তৌফিক দান করেন।

মসজিদের ইমাম বলেন, লাশবাহী খাটিয়া দেওয়ায় অনেক উপকার হয়ছে এখন আর অন্য কোন মসজিদ থেকে কষ্ট করে খাটিয়া আনতে হবে না। আল্লাহ তার মঙ্গল করুক।