টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
মো.শরিফুল ইসলাম , টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় রাহাদ(৮)নামের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাহাদের মৃত্যু
হয়।নিহত রাহাদ রামপুর রোজভ্যালী কিন্ডার গার্ডেন স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় শিশু রাহাত সাইকেল যোগে বাড়ী যাওয়ার পথে সাইকেলের
নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাটি ভর্তি ট্রাককে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাহাতের
পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।