টাঙ্গাইলে প্রতি পক্ষের হামলায় আহত তিন : গ্রেফতার ১
মোঃ শরিফুল ইসলাম মাহফুজ টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিপক্ষের হামলার বৃদ্ধাসহ তিন জন আহত হয়েছে।আহতরা হলেন,নাজমা (৪৫), সাকেরা (৬০) ও এরশাদ (২২)কে কুপিয়ে গুরুতর আহত করে।আহতদের মধ্যে নাজমাকে আশঙ্কাজনক অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাতপাতালে নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে।এঘটনায় আহত নাজমার স্বামী আব্দুল লতিফ বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেছেন।ওইমামলায় সোমবার দুপুরে মজনু (৩২),নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাগেছে,উপজেলার দূর্গাপুর মধ্যপাড়া গ্রামের লতিফের সাথে দীর্ঘদিন যাবত প্রতিবেশী মজনুর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।সম্প্রতি মজনু (৩২), রেজাউল করিম (২৫), সুমন (২০), খসরু (২২), মানিক (৩০) মিলে লতিফের বাড়ীতে গিয়ে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এসময় বাধা দিতে গেলে নাজমা,সাকেরা ও এরশাদকে কুপিয়ে গুরুতর আহত করে।আহতদের মধ্যে নাজমাকে আশঙ্কাজনক অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাতপাতালে নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে।সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেও আসামীরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে।
এ বিষয়ে মগড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল বারী জানান, জমি সংক্রান্ত বিরোধের কারণে লতিফের স্ত্রীসহ তিনজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় মজনুকে গ্রেফতার করা হয়েছে।বাকি আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।