টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধে হামলায় আহত ২
মোঃশরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সবজিক্ষেতে ক্ষতিকারক বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে ৪৫ শতাংশ ভূমিতে রোপন করা পাঁচ হাজার ফুলকপি বিনষ্ট হয়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল বুধবার ওই জমি দখলের চেষ্টা করলে বাধা দেয়ায় হামলায় আহত হয়েছে নুরুল ইসলাম ও আলো বেগম। আহতদের কালিহাতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালিহাতী থানা পুলিশ গতকাল বুধবার বিকালে ঘটনাস্থলে গিয়ে জমি দখলের চেষ্টাকারীরা দৌড়িয়ে পালিয়ে যায়।
জানা গেছে কালিহাতী উপজেলার দক্ষিণ চামুরিয়া গ্রামের মৃত আলীচান প্রামাণিকের ছেলে নুরুল ইসলাম প্রামাণিকের সাথে প্রতিবেশী চাচাতো ভাই তোতা প্রামাণিকের ছেলে তোফাজ্জল হোসেন ভুট্টু প্রামাণিকদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
ওই বিরোধের জের ধরে নুরুল ইসলাম প্রামাণিকের রোপন করা পাঁচ শতাধিক ফুলকপি চারায় প্রতিপক্ষরা সম্প্রতি ক্ষতিকারক বিষ প্রয়োগ করে। বিষের প্রভাবে ৫০শতাংশ ভূমির প্রায় সবগুলো ফুলকপির চারা মরে গেছে। এতে নুরুল ইসলাম প্রামাণিক প্রায় দেড় লাখ টাকার ক্ষতির শিকার হয়েছেন।
স্থানীয়রা জানান শীতকালীন সবজি ফুলকপি রোপন করা জমিটি দীর্ঘদিন যাবত নুরুল ইসলামরা ভোগদখল করছে। এবারও ফুলকপি রোপন করেছিল। সম্প্রতি রাতের আঁধারে কে বা কারা ক্ষতিকারক বিষ প্রয়োগ করায় চারাগুলো পঁচে শুকিয়ে মরে যাচ্ছে।
গতকাল বুধবার সকালে তোফাজ্জল হোসেন ভুট্টোর নেতৃত্বে দলবল নিয়ে ওই জমি দখল নিতে লাঠিসোটা নিয়ে বেড়াতে যায়। এই সময় জমির মালিক নুরুল ইসলামের নেতৃত্বে বাধা দিতে গেলে তাদের লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। আহত মধ্যে নুরুল ইসলাম ও আলো বেগম গুরুতর আহত হয়।
আহত নুরুল ইসলাম জানান তোফাজ্জল হোসেন ভুট্টু প্রামাণিক, জাহাঙ্গীর প্রামাণিক, আনোয়ার হোসেন হাসু, আবুল কালাম, আফাজ উদ্দিন, রিদয়, মঞ্জুর, আব্দুর রহিম জমি দখল নিতে আমাদের ওপর হামলা চালায়। বিগত ২০১৬ সালের ২৯ এপ্রিল রাতে তার ওই একই ক্ষেতে রোপন করা শসা প্রতিপক্ষের লোকজন কেটে-ছিড়ে বিনষ্ট করে।
এ বিষয়ে মামলা (কালিহাতী থানার মামলা নং-৩০, তাং-২৯/৪/২০১৬) দায়ের করলে কালিহাতী থানা পুলিশ তদন্ত করে একই বছরের ২৪ মে প্রতিপক্ষের ৬ জনের নামে চার্জশীট দাখিল করে। মামলাটি বর্তমানে বিচারিক আদালতে রায়ের অপেক্ষায় রয়েছে।
তিনি আরো জানান তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক পক্ষান্তরে প্রতিপক্ষের ভাতিজারা সাত ভাই হওয়ার কারণে জবরদস্তি তার জমি ভোগ করতে চায়। এ নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে কিন্তু তারা জমির কোন কাগজপত্র উপস্থাপন করতে পারে নাই।
প্রতিপক্ষের জানান ওই জমিটি তারা পৈতৃক সূত্রে পেয়েছেন। এ বিষয়ে আদালতে একটি বাটোয়ারা মামলা চলছে। নুরুল ইসলামরা জোর করে বিরোধীয় জমিতে ফুলকপি চাষ করেছে। তবে তারা কেউ ফুলকপির চারায় বিষ বা ক্ষতিকারক অন্যকিছু প্রয়োগ করেন নি।
সহদেবপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান বালা জানান জমি নিয়ে বিরোধের বিষয়টি তিনি জানেন। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোন সমাধান না হওয়ায় বিষয়টি আদালতে গড়িয়েছে। সবজিক্ষেতে ক্ষতিকারক বিষ দেয়ার বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন।